অবস্থান কর্মসূচিতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যানার ফেস্টুনসহ আরও অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
আরও পড়ুন:
এসময় সিলেটের সঙ্গে উন্নয়ন বৈষম্যের অভিযোগ করা হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। একই সঙ্গে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে পর্যাপ্ত ট্রেন চালুসহ ভাড়া কমানোর দাবি জানান বক্তারা।
এছাড়াও, আটকে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানানো হয় কর্মসূচিতে। অবস্থান কর্মসূচির একপর্যায়ে, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ছাত্র-জনতা।





