দেশে এখন
0

জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যমুনা রেল সেতুর উদ্বোধন

রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, যমুনা রেল সেতু আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে। তিনি বলেন, 'যমুনা রেল সেতুটি উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি হবে। এ প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিং এর কাজ চলমান রয়েছে।'

আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবন ও প্লাটফর্ম পরিদর্শনকালে এ কথা বলেন।

সচিব বলেন, 'যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে।'

টাঙ্গাইল গাজীপুর রেললাইনটি ডাবল লেন করার বিষয়ে সচিব বলেন, 'রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে। সেই প্রকল্পগুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল গাজীপুর রেল সড়কটি ডাবল লেনের করা হবে।'

তিনি বলেন, 'রেল শুধু প্রকল্পের মান দেখে সন্তোষ প্রকাশ করেন সচিব।' প্রয়োজনে এই সড়কে নতুন ট্রেন সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।

এ সময় রেলের মহাপরিচালক মো. আফজাল হোসেন, যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম প্রমুখ।

ইএ