টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে
শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে | ছবি: এখন টিভি
1

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বিজয় দিবস। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২১ বার তোপধ্বনি ও শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্না, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে জাফর আহমেদ প্রমুখ শ্রদ্ধাঞ্জলি জানান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

আরও পড়ুন:

এছাড়াও সকাল ৯টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা প্রদর্শন করা হয়। এ সময় শহিদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইএ