দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে ট্রেন চলাচল শুরু
দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে শুরু হলো ট্রেন চলাচল। এরমধ্যে দিয়ে ইতি ঘটলো যমুনা সেতুতে ট্রেন চলাচলের। বেলা ১১টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ৪০ কিলোমিটার গতিতে সেতু পার হয়। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো এই সেতু দিয়ে পারাপার হবে। রেল কর্তৃপক্ষ জানায়, যমুনা রেল সেতুতে দু'টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী ১৮ মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুই লাইনে শুরু হবে চলাচল।
যমুনা রেল সেতুতে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ গতিতে ট্রেন চলাচল
চলতি মাসের শেষ অথবা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যমুনা রেল সেতু উদ্বোধন করার কথা রয়েছে। তাই আজ (রোববার, ৫ জানুয়ারি) দ্বিতীয় বারের মতো রেল সেতুর উপর দিয়ে একযোগে উভয়প্রান্ত থেকে দুটি ট্রেন চলাচল করেছে। মেধা, শ্রম ও ঘামের বিনিময়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে কাজ করে ইতিহাসের সাক্ষী হতে পারায় উচ্ছ্বাসিত প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন সেতুটি চালু হলে ব্যবসায় নতুন মাত্রা যোগের স্থানীয়দের ভোগান্তি লাঘব হবে।
জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যমুনা রেল সেতুর উদ্বোধন
রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, যমুনা রেল সেতু আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে। তিনি বলেন, 'যমুনা রেল সেতুটি উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের মেলবন্ধন সৃষ্টি হবে। এ প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিং এর কাজ চলমান রয়েছে।'