দেশে এখন
0

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল।

বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন রাজনৈতিক নেতারা কথা বলেন গণমাধ্যমে। এ সময় বিএনপির নেতারা জানান, রাজনৈতিক দল নিয়েই অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। কোনো বিরাজনীতিকরণ বাংলাদেশে হতে দেয়া হবে না।

আরও পড়ুন: বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ

বিএনপি নেতারা নির্বাচনের রোডম্যাপেরও তাগিদ দেন।

যদিও অন্যান্য দলগুলোর কাছ থেকে জুলাই গণহত্যার বিচার দাবি করা হয়। জোর দেয়া হয় সংবিধান সংস্কারেও। দাবি ওঠে আওয়ামী লীগের স্বৈরাচারী হয়ে ওঠার সহযোগী বুদ্ধিজীবীদের প্রত্যাখ্যানের।

এসএস