বন্যহাতি সরিয়ে নিতে চট্টগ্রামে স্থানীয়দের সড়ক অবরোধ

এখন জনপদে
দেশে এখন
0

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। গেল এক যুগে হাতির আক্রমণে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা ও ফসল। সম্প্রতি হাতির আঘাতে শিশু মৃত্যু ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ। বন্যহাতি অন্যত্র সরিয়ে নিতে কোরিয়ান ইপিজেড মোড়ে আনোয়ারা-বাঁশখালী সড়ক অবরোধ করে স্থানীয়রা। ভোগান্তিতে পড়ে ঈদে ঘরমুখো যাত্রীরা।

রাতে তো বটেই, দিনের বেলাতেও বন্যহাতির এমন বিচরণ রীতিমতো আতঙ্ক তৈরি করেছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মানুষের মাঝে। গেল এক যুগে হাতির আক্রমণে এ অঞ্চলে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। আহত হয়েছে শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর ফসল, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

সবশেষ গেল শুক্রবার রাতে কর্ণফুলি উপজেলায় হাতির আঘাতে মারা যায় তিন মাস বয়সী শিশু আরমান। গুরুতর আহত হয় শিশুটির মা খাদিজা। এর পরপরই হাতির ওপর ফুঁসে উঠে স্থানীয়রা।

এ অঞ্চল থেকে হাতি চিরতরে সরিয়ে নেয়ার দাবিতে বৃহস্পতিবার ভোর থেকে কোরিয়ান ইপিজেড মোড়ে আনোয়ারা বাঁশখালী সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। প্রায় ৭ ঘণ্টা সড়ক অবরোধে দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, পেকুয়ার যাত্রীরা। ভোগান্তিতে পড়েন কেইপিজেডের হাজার হাজার কর্মচারী।

গাড়ি চালকদের মধ্যে একজন বলেন, 'আমি উনাদের বলেছিলাম, মাকে যেতে দেয়নি। বলছে যে, কোনো গাড়ি যাওয়া হবে না। দুই ঘণ্টা ধরে এক জায়গায় বসে আছি।'

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এসব হাতি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানালেও আশ্বাস দিচ্ছেনা প্রশাসন। এতে প্রাণ যাচ্ছে অসহায় মানুষের।

আন্দোলনকারীদের একজন বলেন, 'যতদিন এই এলাকা থেকে হাতি অপসারণ না হবে, যতদিন এই এলাকার মৃত্যু থামবে না, যতদিন আমার ভাইয়ের লাশ পড়া থামবে না, ততদিন এই আন্দোলন চলবে।'

পরে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে হাতি সরিয়ে নিতে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সমস্যা সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. শরীফ বলেন, 'আমরা উনাদের যে মূল পয়েন্টটা অ্যাড্রেস করছি, সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলবো। ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে।'

একই দাবিতে গেল শনিবার (২২ মার্চ) ছয় ঘণ্টার সড়ক অবরোধ করে স্থানীয়রা। হাতি ও মানুষের এ দ্বন্দ্ব নিরসনে প্রশাসনের কার্যকরী কোন পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ দক্ষিণ চট্টগ্রামের মানুষ।

এসএস