আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) বিকেলে ফলক উন্মোচন, বেলুন উড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন তিনি।
এই ভবন নির্মাণের ফলে ঘাটাইল সেনানিবাসে চাকুরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সম্মানিত সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন। তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন।
এর আগে তিনি ত্রিশাল সেনানিবাসে প্রস্তাবিত 'অলিম্পিক ভিলেজ' এর নির্মাণ সাইট পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।