দেশে এখন
0

টাঙ্গাইলে অসম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে সম্প্রীতি সমাবেশ

অসম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে টাঙ্গাইলে সম্প্রীতি র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) 'সম্প্রীতির ঐক্যতানে, গাহি সাম্যের গান- সম্প্রীতির বন্ধনে চলো গড়ি নতুন বাংলাদেশ', 'সৌহার্দ্য ও সম্প্রীতি বয়ে আনুক সমৃদ্ধি' বৈচিত্র্য ধর্ম বর্ণ বাংলাদেশ অনন্যসহ নানা স্লোগানে টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে এক বর্ণাঢ্য সম্পীতি র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইন গ্রিল শেডে গিয়ে শেষ হয়। এ সময় সম্প্রীতি বন্ধনে বৃক্ষরোপণ করা হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার সাধারণ সম্পাদক কুমার গুণ ঝন্টু।

এছাড়া জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাধন চক্রবর্তী, হিন্দু কল্যাণ বোর্ডের ট্রাস্টি শ্যামল হোড়, জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জন জেত্রা, হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক রমেশ চন্দ্র সরকার প্রমুখ। সমাবেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, 'ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ নতুন একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রতিটির ধর্মের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই এ দেশে আমরা শান্তি কামনা করি। ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যারা গুজব ছড়ানোর চেষ্টা করে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।'

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, 'টাঙ্গাইলের শান্তিপ্রিয় মানুষ সম্প্রীতির বন্ধনে। এই সম্প্রীতির বন্ধন দেশে ছড়িয়ে দিতে চাই।'

টাঙ্গাইল তথা দেশের শান্তি-শৃঙ্খলায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসএস