বন্দরের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও যানজট নিরসনে ২০২২ সালের ডিসেম্বরে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় হিলি স্থলবন্দরের ফোর লেন সড়কের কাজ। শুরু থেকেই ফোর লেন প্রকল্পটিতে দেখা দেয় নানা জটিলতা।
সড়ক নির্মাণে পর্যাপ্ত জায়গা না থাকায় কয়েক দফা বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এদিকে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। সড়ক ও জনপদ বিভাগ থেকে জায়গা বুঝে না পাওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে এই সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
রাস্তাঘাটের কারণে ভাটা পড়েছে বন্দরের ব্যবসা-বাণিজ্যে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে জমির শ্রেণি নির্ধারণ ও মূল্য জটিলতায় দীর্ঘ হচ্ছে সড়ক নির্মাণের কাজ জানান নাগরিক কমিটির নেতারা । তবে দ্রুত সব সমস্যা কাটিয়ে আবারো কাজ শুরু হবে বলে জানায় উপজেলা প্রশাসন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায় বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে জেলা প্রশাসক এসেছেন, তিনি বিষয়গুলো দেখবেন। ভূমি মন্ত্রণালয়ের একটি চিঠির উত্তর আসলে এ সমস্যার সমাধান হয়ে যাবে।’
হিলি স্থলবন্দর থেকে প্রতি অর্থ বছরে সরকার ৪০০ থেকে ৫০০ কোটি টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নে গুরুত্ব না দেওয়ায় হতাশ বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের আশা দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। শেষ হবে ফোর লেন সড়কের কাজ কমবে ভোগান্তি।