হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

.
এখন জনপদে
অর্থনীতি
0

ভারতে হোলি উৎসবের ছুটি উপলক্ষে দিনাজপুরর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল (রোববার, ১৬ মার্চ) থেকে যথারীতি এ পথে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। আজ (শনিবার, ১৫ মার্চ) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ‘ভারতে হোলি উৎসব উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।’

তিনি আরও জানান, শনিবার এ বন্দর দিয়ে ভারত থেকে সকল কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল রোববার থেকে আবারও এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের ৭দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারত যাতায়াত করেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্ট যাত্রী পারাপার কোনো সম্পর্ক নেই।


এএইচ