ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হিলি স্থলবন্দরের ফোর লেন সড়কের কাজ
ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় ৬ মাস ধরে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের ফোর লেন সড়কের কাজ। জায়গা বুঝে না পাওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, এতে সড়ক নির্মাণে দেখে দিয়েছে অনিশ্চয়তা। খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই বন্দরের ব্যবসায়ী ও যাত্রীদের।