হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ৯দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল (রোববার) সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।