আজ (সোমবার, ২৫ নভেম্বর) এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির ওপর আজ শুনানি হতে পারে বলে রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে।
প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।
উচ্চ আদালতের এই আদেশের পরই আন্দোলন করছে ব্যাটারিচালিত রিকশা চালকরা। একইসঙ্গে হাইকোর্ট এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।