দেশে এখন
0

'জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে'

জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে আর কোন দল অংশ নেবে না। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দান কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

চলতি বছর তিনবার বন্যার কবলে পড়েছে ফেনী। আগস্টে স্মরণকালে ভয়াবহ বন্যার মোকাবিলা করে জেলাটি। প্রায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন এখনকার বাসিন্দারা।

আজ (বুধবার, ২০ নভেম্বর) ফেনীর বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবারকে ঘর তৈরির সামগ্রী বিতরণ করে বিএনপি।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায় পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। জনগণই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে আর কে করবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না সেই সিদ্ধানত নেবে জনগণ। একটা রাজনৈতিক দল হিসেবে তো আমি সেটা নির্ধারণ করতে পারি না।'

এদিন বিকেলে ফেনীর আরেক উপজেলা ছাগলনাইয়াতে বিপ্লব ও সংহতি সমাবেশ করবে দলটি।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর