ভিড় করা সবাই প্রতিবেশী। জড়ো হয়েছেন বাবার হাতে দুই শিশু সন্তানের খুনের খবরে। রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় এমন'ই অভিযোগ উঠেছে আহাদ নামের এক দারোয়ান পিতার বিরুদ্ধে। যিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করে গুরুতর অবস্থায় রয়েছেন হাসপাতালে।
শনিবার সকালে গৃহকর্মী রোজিনা-দারোয়ান আহাদ দম্পতির এই ঘরেই ঘটে হত্যাকাণ্ড। জানা যায়, প্রতিদিন দুই শিশু সন্তান বিজয় ও মুসাকে নিয়ে বাসাবাড়ির কাজে বের হোন মা রোজিনা। তবে এদিন একাই কাজে যান তিনি। এরপর দুই ঘণ্টার মাথায় শুনতে পান গলা কেটে হত্যা করা হয়েছে নিজের দুই সন্তানকে।
ঘটনার সময় পাশের ঘরেই ছিলেন দুই শিশুর নানা জোবেদ আলি। দুই নাতির গোঙানির আওয়াজে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তারা। পাশেই নিজের গলায় ছুরি চালাচ্ছেন বাবা আহাদ।
আহাদের এমন নৃশংস কাজে হতবাক প্রতিবেশীরা। ঘটনার সঠিক তদন্তের দাবি তাদের। জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের ধারণা, পারিবারিক কলহ বা অনটন থেকে ঘটতে পারে এই হত্যাকাণ্ড।
শিশু বিজয় ও মুসাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করলেও বাবা আহাদ ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। চিকিৎসক জানান, শ্বাসনালি কেটে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় আছেন আহাদ।