আজ (শুক্রবার, ১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, 'আমরা যারা এই বাংলাদেশের ইতিহাস দেখেছি, তারা শঙ্কিত ছিলাম আওয়ামী লীগ ভুল ইতিহাস শেখানো নিয়ে।'
স্বাধীনতার ইতিহাস পাল্টে দিয়ে তরুণদের বিপথগামী করতে চেয়েছিল আওয়ামী লীগ। কিন্তু তরুণরা সে পথে পা দেয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, '১৯৭৫ সালের ৭ নভেম্বরের আগে যেমন আওয়ামী লীগ পালিয়েছিল, তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানেও আওয়ামী লীগ পালিয়েছে।'
তাদের ইতিহাস পালানোর ইতিহাস বলে মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।