‘পাঠ্যপুস্তকে ভুল ইতিহাস অন্তর্ভুক্ত করে আ. লীগ তরুণদের বিপথগামী করতে চেয়েছিল’
ভুল ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে আওয়ামী লীগ তরুণদের বিপথগামী করতে চেয়েছিল, কিন্তু ২৪ এর তরুণেরা বিপথগামী হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার চান বিএনপির কর্মী-সমর্থকরাও
বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ঘিরে উচ্ছ্বসিত ছিলো বিএনপির কর্মী-সমর্থকরাও। তাদের কণ্ঠে ছিলো জুলাই-আগস্টে ঘটা হত্যাকাণ্ডের বিচারের দাবি। আওয়ামী লীগ সরকারের আমলে ঘটা প্রতিটি অপকর্মের সুষ্ঠু তদন্ত করে বিচার সুনিশ্চিত করা পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেয়ারও দাবি জানান তারা।
গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ আছেন, এখানে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: ফখরুল
জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, গণতন্ত্রের সুফল মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি উদ্বোধন করে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপির লাখো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে শেষ হয়, মানিক মিয়া এভিনিউতে।