দেশে এখন
0

নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন যারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরো কয়েকজন। এর মধ্যে শপথ নেয়ার জন্য তিন থেকে চারজনের ডাক পাওয়ার তথ্য পাওয়া গেছে। আজ (রোববার, ১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নতুন উপদেষ্টাদের শপথ পড়ানো হবে বলে আগেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নতুন উপদেষ্টাদের বরণে প্রস্তুত রাখা হয়েছে গাড়ি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার জন্য যারা ডাক পেয়েছেন বলে শোনা যাচ্ছে, তাদের মধ্যে আছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

এর মধ্যে বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন সেখ বশির উদ্দিন, সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নেবেন মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এছাড়া স্বাস্থ্য সহকারী উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. সায়েদুর রহমান এবং স্বরাষ্ট্রের সহকারী উপদেষ্টা হিসেবে খোদা বকশ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের শপথ পড়ানো হবে।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন সেখ বশির উদ্দিন।

এছাড়া মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এরই মধ্যে ২০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর কয়েক দফায় উপদেষ্টা পরিষদে হয়েছে রদবদল। তবে সরকারের কার্যক্রম আরো গতিশীল করতে উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।

ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক হয়। সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবনা দেয়া জয়। সেদিন রাত সাড়ে ১১টার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, এই বৈঠকে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এর দু’দিন পর গত ৮ আগস্ট রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। পরে এর পরিধি আরো বাড়ে।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া বাকি উপদেষ্টাদের মধ্যে আছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুর্শিদ ও ফারুকী আযম।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর