দেশে এখন
0

সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বিজিবি সদরদপ্তর। আজ (রোববার, ১০ নভেম্বর) সকালে বিজিবি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মূলত গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ (রোববার, ১০ নভেম্বর) বিকাল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নিন্দা প্রকাশ শুরু হয়। এ কর্মসূচি প্রতিহত করতে গতকাল (শনিবার, ৯ নভেম্বর) রাত থেকে সাধারণ ছাত্র-জনতা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এএইচ