আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। এর মধ্যে রয়েছে—হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল ও অভ্যন্তরীণ গোলচত্বর।
এছাড়া নগরীর কারওয়ানবাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকা, রাজধানীর বিভিন্ন প্রবেশপথ এবং প্রধান সড়কগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।





