তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয়, সুপারিশমালা প্রণয়নে লিখিত প্রস্তাব চাইবো।’
সংসদের মেয়াদ ৪ বছর, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে বলে জানান চেয়ারম্যান আলী রিয়াজ বলেন।
এছাড়াও বর্তমান সংবিধান পর্যালোচনাসহ জন আকাঙ্ক্ষার প্রতিফলনের লক্ষ্যে সংবিধানের সামগ্রিক সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পুনর্বিন্যাস এবং পুনর্লিখন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, ‘সংবিধান সংস্কারে কমিশনকে স্বাধীনতা দিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা রাখা হবে না। তবে সংশোধন বাস্তবায়ন করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন।’
সাংবিধান সংস্কারে তিনটি উদ্দেশ্যের কথাও বলা হয়েছে। প্রথমত দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আলোকে বৈষম্যহীন জনতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। দ্বিতীয়ত ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। এবং সবশেষ রাজনীতি এবং রাষ্ট্রপরিচালনায় সর্বস্তরে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতকরণের ব্যবস্থা।