ব্রিটিশ এমপি হয়েও বাংলাদেশের উপর অবৈধ হস্তক্ষেপের অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে।
দুদকের অভিযোগ, তার খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে মালিক হয়েছেন রাজউকের প্লটের। এছাড়াও গুলশানে অবৈধভাবে ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট দখলে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে।
সাম্প্রতিক রাজউকের প্লট দখলের মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ৫৩জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এমন প্রেক্ষিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে কতটা টা নিয়ে প্রশ্ন জনমনে। বুধবার দুর্নীতি দমন কমিশনে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, তাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক এসব সংস্থার সহযোগিতা চাইবে সরকার।
গত সোমবার স্কাই নিউজকে দেয়া এক সাক্ষৎকারে টিউলিপ সিদ্দিক দাবি করেন বাংলাদেশের কোন কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। প্রেক্ষিতে দুদকের মহাপরিচালক বলেন, তার আত্মপক্ষ সমর্থনের জন্য দেশে এসে আদালতের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলে সায়ান এফ রহমানসহ ৩০ জনের নামে মামলা করেছে দুদক।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ৮৭ কোটি টাকার জমি ১ হাজার কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে অবৈধভাবে আইএফআইসি ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেছেন তারা।