বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া। এর আগেও দুই হাজার রোহিঙ্গাকে অস্ট্রেলিয়া নিয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।
সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে অস্ট্রেলিয়া সরকারকে অনুরোধ জানানো হয়েছে, তারা নিতে সম্মতি জানিয়েছেন।
এছাড়া অস্ট্রেলিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারী ৯৭ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।