অস্ট্রেলিয়ার-স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নিতে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া। এর আগেও দুই হাজার রোহিঙ্গাকে অস্ট্রেলিয়া নিয়েছে। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

দুদিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।