শিক্ষা
দেশে এখন
0

ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের চারপাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এ সময় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়েরও দাবি করেন তারা।

সায়েন্সল্যাবের মোড়ে চারপাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী। অ্যাম্বুলেন্স ছাড়া বন্ধ করে দেয়া হয় সব ধরনের যানবাহন চলাচল। পুলিশের গাড়িও ফিরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

এসময় বিভিন্ন যানবাহনের চালক, পুলিশ ও একজনের বুয়েটের শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ওই শিক্ষককে ধাওয়া দেয় তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সাত বছর শিক্ষার্থীদের সেশনজট, অকৃতকার্য হওয়ার হার বাড়া এবং ফলাফল প্রকাশে বিলম্ব হওয়াসহ সর্বোপরি শিক্ষার মান তলানিতে নামায় কমিশন গঠন করতে হবে। যে কমিশন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরিতে কাজ করবে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় অপেক্ষা করে বাস নেমে পায়ে হাঁটা শুরু করেন অনেকে। এছাড়া মিরপুর সড়কে যান চলাচল বন্ধের প্রভাব আশপাশের এলাকায়।

এসএস