দেশে এখন
0

স্বল্প আয়ের মানুষের জন্য উন্মুক্ত ট্রাক সেল কার্যক্রম

আবারও এক কোটি কার্ডধারীর বাইরে স্বল্প আয়ের মানুষের জন্য উন্মুক্ত হলো ট্রাক সেল কার্যক্রম। প্রতি ট্রাক থেকে ৩৫০ সুবিধাভোগী ৪৭০ টাকার প্যাকেজে পণ্য নিতে পারবেন। রাজধানীর বেগুনবাড়িতে কার্যক্রমের উদ্বোধন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'সিন্ডিকেট ভাঙতে কৃষকের পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেবে সরকার।' এসময় বাজার অস্থিতিশীলকারীদের কঠোর হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব।

অস্থিতিশীল বাজারের লাগাম টানতে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচির অংশ হিসেবে পণ্যের দাম নিয়ন্ত্রণে ২০২২ সালের পর আবারও কার্ডধারীর বাইরে ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করলো টিসিবি।

বৃহস্পতিবার রাজধানীর বেগুনবাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করে সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সিন্ডিকেট দমনে সরাসরি কৃষকের পণ্য বিক্রির উদ্যোগ নেবে সরকার।

তিনি বলেন, 'যেকোনো সিন্ডিকেটের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে থাকবে। আপনারা দেখেছেন আমাদের টাস্কফোর্স সমূহ অভিযান পরিচালনা করছে এবং সিন্ডিকেটের ভাঙার ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে কাজ করে যাচ্ছে। যারা সরাসরি উৎপাদক বা কৃষক থেকে গ্রাহক পর্যায় পর্যন্ত পৌঁছে দিবে তাদের এই কার্যক্রমের প্রতি সরকারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে।'

এসময়, কিছু পণ্যের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তের সুফল মিলছে বলে জানান বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন। হুঁশিয়ারি দেন মধ্যস্বত্বভোগীদের।

বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, সরকার শুধু একা না। সর্বস্তরের জনগণ, ছাত্রজনতা সবাইকে সাথে নিয়ে এমন কর্মসূচি আরো বড় করবো আরও বাড়াবো।

ঢাকায় ৫০টি ট্রাকে এবং চট্টগ্রামের ২০টি ট্রাকে টিসিবি কার্ডধারী ছাড়াও সাধারণের জন্য মিলবে তেল, ডাল ও চালের মতো পণ্য। প্রতি ট্রাক থেকে ৩৫০ জন সুবিধাভোগী ৪৭০ টাকার প্যাকেজে পণ্য নিতে পারবেন।