দেশে এখন
2

২২ দিনের নিষেধাজ্ঞায় বরগুনা জেলা প্রশাসনের টহল জোরদার

ইলিশসহ অন্যান্য মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ লক্ষ্যে বরগুনায় টহল জোরদার করেছে জেলা প্রশাসন, পুলিশ, নৌবাহিনী ও মৎস্য বিভাগ। আজ (শুক্রবার, ১৮ অক্টোবর) বরগুনার বিষখালী-পায়রা-বলেশ্বর ও সমুদ্র মেহনায় অভিযান পরিচালনা করা হয়।

প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে কঠোর নজরদারি শুরু করেছে বরগুনা প্রশাসন। একই সাথে জেলেদের সচেতনতা বৃদ্ধির জন্যও নানা পদক্ষেপ নিয়েছে জেলা মৎস্য বিভাগের।

বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, ‘স্থানীয় নদীতে পুলিশ টহলের পাশাপাশি কোথাও যাতে কেউ ইলিশ পরিবহন, মজুদ কিংবা বিপণন করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।’

এদিকে, জেলা প্রশাসন জানায়, জেলেদের সচেতনতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে যাতে জেলেরা মাছ শিকারে বিরত থাকেন সেজন্য টহল ও জেলেদের সচেতনতা বৃদ্ধিতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা কার্যকর থাকার সময় জেলেদের প্রণোদনার চাল বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে জেলার নিবন্ধিত সকল জেলেকে প্রণোদনার আওতায় নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হবে।’

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর