১৬ বছরের নিচে থাকা শিশু ও কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে বিশ্বে নজির স্থাপন করলো অস্ট্রেলিয়া। যা এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপের দেশগুলো। সোশ্যাল মিডিয়া খুব একটা নেতিবাচক না হলেও; আসক্তি দূর করতে অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষেধাজ্ঞাকে যুগোপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন জার্মানির শিক্ষার্থীরা।
জার্মানির শিক্ষার্থীরা বলেন, ‘সোশ্যাল মিডিয়া সত্যিই আসক্তিকর। অনেক তরুণ এটিকে ভাল কাজে ব্যবহার করছে না। তাই অস্ট্রেলিয়া সরকারের এ পদক্ষেপ খুব ভালো হয়েছে। তবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা সম্ভবত কঠিন হবে।’
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া খবর ছড়িয়ে পড়ে। তাই এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। যা কেবল প্রাপ্ত বয়স্কদের দ্বারা সম্ভব। এসব বিবেচনায় আমি বলবো অস্ট্রেলিয়া সরকার নতুন আইন করে ভালো করেছে।
কিশোর-কিশোরীদের জন্য অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করছেন ইউরোপের আইনপ্রণেতারা।
ডেনমার্কের রাজনীতিবিদ ক্রিস্টেল স্ক্যালডেমোস বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ান আইন থেকে শিখতে সক্ষম হব। তাই আমি মনে করি এটি দুর্দান্ত পদক্ষেপ। আমি খুশি যে তারা এটি করতে পেরেছে। তারা বাচ্চাদের সুরক্ষা দিতে চায়, যা খুবই ভালো পদক্ষেপ। এতে আমাদের দেখার ও শেখার সুযোগ আছে যে তারা কীভাবে সফল হয়।’
অস্ট্রেলিয়ার দেখানো এ মডেল অধ্যয়ন বা অনুকরণ করার ব্যাপারে এরইমধ্যে ইঙ্গিত দিয়েছে ডেনমার্ক ছাড়াও, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ। কিন্তু প্রযুক্তি কোম্পানি এবং বাক স্বাধীনতার সমর্থকরা এটি নিয়ে সমালোচনায় মেতেছেন। বলা হচ্ছে, নিষেধাজ্ঞা কোনো সমাধান হতে পারে না।
অস্ট্রেলিয়ান এক নাগরিক বলেন, ‘আমার মনে হয় এটা বেশ কঠিন সিদ্ধান্ত, তাই না? নিষিদ্ধ করার চেয়ে এটিকে আরও শিশুবান্ধব করে তোলার ওপর জোর দিতে পারলে ভালো হতো।’
নিষেধাজ্ঞার আওতায় বুধবার থেকে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় ১০টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর ঢুকতে পারবেন না অস্ট্রেলিয়র ১৬ বছরের কম বয়সী লাখ লাখ শিশু ও কিশোর-কিশোরী। নিষেধাজ্ঞা কার্যকরের ঠিক আগে অন্তত ১০ লাখ শিশু বিদায় বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আইনটি না মানলে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ জরিমানার মুখোমুখি হতে হবে দেশটির শিশু ও কিশোরদের।





