বিজিবি ৪৬ ও বিজিবি ৫২ জানায়, ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীরা যেন সীমান্ত ও সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশ ছাড়তে না পারে সেজন্য শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ বিওপি সমূহে নিয়মিত ১৭টি টহল, অতিরিক্ত ১৭টি বিশেষ টহলসহ সর্বমোট ৩৪টি টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও যে সকল স্থান দিয়ে পলায়ন বা পারাপারের সম্ভাবনা রয়েছে সে সকল স্থানে ৩টি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
অপরদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্য বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহে নিয়মিত ১৫টি টহলের পাশাপাশি অতিরিক্ত আরো ১৫টি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও যে সকল স্থান দিয়ে ক্রসিং বা রিক্রসিং এর সম্ভাবনা রয়েছে সে সকল স্থানে বিশেষ চেক পোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।





