দেশে এখন
0

দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর) সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। প্রতিবার পুলিশ ও আনসার সদস্যরা থাকেন। এবার অতিরিক্ত র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। তাই এবারের পূজা নিয়ে কোনো শঙ্কা নেই।’

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছে বাজার সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। খুব তাড়াতাড়ি বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোন সিন্ডিকেট থাকে বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই ভেঙে দিবে।’

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে কৃষকদের মাঝে বীজ, চারা, সারসহ নগদ অর্থ পাঠানো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমন ধানের পরিবর্তে সরিষা বা অন্য কোন ফসল যেন চাষ করা যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পরে বারি উদ্ভাবিত কৃষিপ্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী দেখে প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।

এরপর ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারি ডিজি ড. আবদুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রাশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আযাদ প্রমুখ।

এএইচ