দেশে এখন
0

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জাহাজে আগুন, শিক্ষানবিশ ক্যাডেটসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। এসময় বিস্ফোরণে একজন শিক্ষানবিশ ক্যাডেটসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

আজ (সোমবার, ৩০ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে।

ডলফিন জেটি-৭ এ অবস্থানরত বিএসসি এর শিপ বাংলার জ্যোতিতে আগুন লাগলে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩টি টিম আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নেভানোর কাজে যোগ দেয় সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ টি ইউনিট।

আগুনের সময় বিস্ফোরণে শিক্ষানবিশ ক্যাডেট সৌরভ ও ওয়ার্কশপ কর্মী নুরুল ইসলামের মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। তারা হলেন, মেরিন ওয়ার্কশপের কর্মী হারুন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর