ক্রিকেট
এখন মাঠে
0

ঢাকা-সিলেটের পর এবার চট্টগ্রামে বিপিএল

ঢাকা-সিলেটের পর এবার চট্টগ্রামে গড়াতে যাচ্ছে বিপিএল। প্রথম ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।

সিলেট পর্ব শেষ করে বিপিএল এবার বন্দরনগরী চট্টগ্রামে। ব্যাটিং উইকেট হলেও সিলেটের চেয়ে বড় বাউন্ডারি থাকছে সাগরিকায়। তাই তুলনামূলকভাবে চ্যালেঞ্জ থাকতে পারে ব্যাটারদের জন্য।

ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘ট্রু উইকেট যাকে বলা হয়। আমি বলবো যে এইরকম একটি উইকেট আছে এখানে।’

রংপুরের সাথে নাটকীয় হারে পয়েন্টস টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে থাকা ফরচুন বরিশাল এখন তিনে। লম্বা বিরতির পর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের ধারায় ফেরার অপেক্ষায় তামিম ইকবালের দল। আর লিটন দাস-তানজিদ তামিমদের সামনে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা।

ঢাকা ক্যাপিটালসের ব্যাটার তানজিদ হাসান তামিম বলেন, ‘শেষ দুই ম্যাচ আমরা ভালো করেছি। আমরা সেম প্লানে পরের ম্যাচগুলো খেলি তাহলে ভালো করা সম্ভব।’

রংপুর রাইডার্সের জয়রথে বাধা হতে পারত খুলনা। তবে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগার্সরা। অন্যদিকে হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে এসেছে চিটাগং কিংস। খুলনার সামনে এবার কিংসদের থামানোর চ্যালেঞ্জ।

খুলনা টাইগার্সের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুক সজীব বলেন, ‘অ্যাভারেজে ভালো খেলছি। কিন্তু কিছু মিসটেকের কারণে ম্যাচ হাতছাড়া হচ্ছে। সবাই যদি একসঙ্গে পারফর্ম করে তাহলে এখান থেকে বের হয়ে আসবে।’

রংপুর রাইডার্স হর্স পাওয়ারে এগিয়ে গেলেও কাগজে কলমে এখনো বাকি ছয় দলেরই সুযোগ আছে টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নেওয়ার। তাই বিপিএলের চট্টগ্রাম পর্ব আরো জমে ওঠার অপেক্ষায়।

ইএ