দেশে এখন
0

সিরাজগঞ্জে যমুনার তীরের বাঁধে ধস, নদীগর্ভে বিলীন ৮০ মিটার

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে বাঁধের ৮০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে কাজিপুরেরর মেঘাই এলাকায় যমুনা নদীর ডান তীর রক্ষা বাঁধে ধস দেখা দেয়। এতে ধসে গেছে বাঁধের ৮০ মিটার অংশ।

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করা শুরু করেছে। এরই মধ্যে ভাঙন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন তিনি। এই কাজে সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

স্থানীয়দের অভিযোগ নদীর ডানতীরের নিকট থেকে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করার কারণে এই ভাঙন দেখা দিয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর