দেশে এখন
0

কক্সবাজারে পাহাড় ধসে চার শিশুসহ ৬ জনের মৃত্যু

কক্সবাজার

কক্সবাজারে পাহাড় ধসে চার শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। ভারি বর্ষণে রাতভর বৃষ্টিতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার পর পৃথক দুটি স্থানে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত থেকে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে কক্সবাজারে। গতকাল রাত ২টায় কক্সবাজার সদরের ঝিলংজায় মিজানের বাড়ির ওপর পাহাড়ের একটি অংশ ধসে পড়ে।

এ সময় মিজানকে জীবিত উদ্ধার করা গেলেও ঘটনাস্থলে মারা যায় মিজানের স্ত্রী আখি আক্তার ও তার দুই কন্যা সন্তান ময়না আকতার ও মায়া আকতার।

এদিকে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে পাহাড় ধসে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াছেদ।

এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আজ (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর