গেলো বৃহস্পতিবার নিজেদের সশস্ত্র বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। আমি কোন অবস্থাতেই মনে করি না বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হবে বা সেই অবস্থাও নেই।’
এ বিষয়ে তৌহিদ হোসেন আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধাবস্থা নেই। আর বাংলাদেশেও ইউক্রেন বা হামাসের মতো অবস্থা নেই। ভারতের স্বশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঘোষণা বাংলাদেশকে অবাক করেছে। তবে ঢাকা দিল্লির এই নির্দেশনাকে পর্যবেক্ষণ করবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘স্বাভাবিকভাবে যেকোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেয়া উচিত কি না সেটি দেখার বিষয়, আমরা দেখবো।’
১২ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আরো ৫০ হাজারের মতো অপেক্ষমাণ রয়েছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কি জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা স্পষ্টভাবে বলেছি আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না। কিন্তু কিছু রোহিঙ্গা দেশে ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটা আমরা যতটুকু পারছি ঠেকানোর চেষ্টা করছি।’
যাদেরকে ধরতে পারছি, বিজিবি প্রতিদিনই রোহিঙ্গাদের পুশব্যাক করছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটা বড় এলাকার বিভিন্ন অংশ দিয়ে তারা ঢুকছে। সবক্ষেত্রে আমরা তাদের ধরতে পারছি না। সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। যেখানে পারছি সেখানে আমরা ফেরত দেয়ার চেষ্টা করছি।’