আজ (বুধবার, ৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন পিছিয়ে যাওয়া হলো ষড়যন্ত্র, নির্বাচনে যত দেরি হবে আওয়ামী লীগের আধিপত্যবাদের ষড়যন্ত্রের জাল আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করবে।’
আব্দুস সালাম বলেন, ‘কয়েকজন উপদেষ্টা দিয়ে দেশের সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়।’
আওয়ামী লীগ ভারতের কাছে দাসত্ব দিয়ে ক্ষমতায় এসেছিল তাই ভারতকে রাজি খুশি করতে ব্যস্ত ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি জনগণের ক্ষমতার উপর বিশ্বাস করে, প্রতিবেশী দেশের ওপর নয়।’
এ সময় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যা যা সংস্কার করা দরকার দ্রুত তাই করে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা অর্পণ করার দাবি জানান তিনি।