দেশে এখন
0

কুমিল্লার সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তার মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জের বড়কেশতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক উপ-সহকারী ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন। ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টর উল্টে এ কর্মকর্তা নিহত হন।

গতকাল (শুক্রবার, ৩০ আগস্ট) সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার কাপাসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আনিসুর রহমান বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, শুক্রবার সকালে চুয়েটের একটি সেচ্ছাসেবী সংগঠনের সাথে মিলে বন্যা দূর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে মনোহরগন্জ উপজেলার বড়কেশতলা এলাকায় যায়। সেখানে ত্রাণ বিতরণ শেষ ট্রাক্টরে করে বাড়ি ফিরছিলেন আনিসুর। পথিমধ্যে সেখানে এ দুর্ঘটনা ঘটে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর