দেশে এখন
0

সাত কর্মদিবসের মধ্যে আনসারদের চাকরি জাতীয়করণের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাজে ফেরার ঘোষণা আনসারদের

আগামী সাত কর্মদিবসের মধ্যে আনসারদের চাকরি জাতীয়করণের সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'তাদের চাকরি জাতীয়করণের দাবি পর্যালোচনার জন্য ১৯ সদস্যের একটি কমিটি করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার পর সিদ্ধান্ত হবে।'

তিনি বলেন, ‘আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।’

পরে আন্দোলন স্থগিত করে কাজে ফেরার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী আনসার সদস্যরা। বৈষম্যবিরোধী আনসার সদস্যদের সমন্বয়ক নাসির মিয়া বলেন, ‘আমরা উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, তিনি খুবই আন্তরিক। আমরা দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। সবাই কাজে ফিরে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

নাহিদ ইসলাম বলেন, ‘যেহেতু একটি কমিটি হয়েছে, সেহেতু বিচার-বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের একটি জাতীয় সংকট চলছে। আমাদের অনেকদিকে কাজ করা লাগছে। এই দুর্যোগকালীন সময়েও এই সুপারিশ কমিটি সবকিছু বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। আনসার ভাইদের যে সমস্যা, সেগুলো নিয়ে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাব।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর