দেশে এখন
0

সাধারণ মানুষের কাছে কীভাবে অস্ত্র গেল তার তদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র ৭ দিনের মধ্যে জমা দেয়ার আল্টিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়াও সাধারণ মানুষের কাছে অস্ত্র কিভাবে গেলো সেটিও তদন্ত হবে জানিয়েছেন তিনি। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সিএমএইচে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

সিএমএইচ ব্যাটেলিয়ন আনসারের আহত সদস্যদের শারীরিক অবস্থা ঘুরে দেখে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন দরকার। সঠিক নেতৃত্ব নিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগ ফিরে আসতে পারে বলে মন্তব্য করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় যারা লুট চালিয়ে অস্ত্র নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। এদেশের মানুষ এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি মনে করি আপনারা আপনাদের দল পুনর্গঠন করুন। এই দলের অনেক অবদান আছে বাংলাদেশে। এটা আমরা অস্বীকার করতে পারি না। নির্বাচন আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ৩০ লক্ষ শহীদের লাশের উপর দাড়িয়ে দেশকে আরেকজনের হাতে তুলে দিবেন না। এদেশের জনগন এখনো আপনাদের অতীত ভুলে যায় নি।'

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, 'আওয়ামী লীগের প্রতি আমার অনেক সম্মান। একসময় আমাদের ভরসার জায়গা ছিল এই আওয়ামীলীগ। ব্যক্তিগত ব্যবহার করে এই দলকে নষ্ট করবেন না। আপনারা আসুন যারা রাজনীতি করতে চান। মারামারি করে কোন লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। ৫'শরও বেশি মানুষের মারা গেছে। এর মধ্যে সব পক্ষই আছে। আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না সেনাবাহিনীর অস্ত্রের কাছে। আমরা নিষেধ করেছি সেনাবাহিনীকে ফায়ার করতে। কাকে মারবেন আপনি? আপনার সন্তানের গায়ে গুলি করবেন। ব্যক্তিগত স্বার্থে এত বড় দলকে ব্যবহার করবেন না। বঙ্গবন্ধুর স্বপ্নকে নষ্ট করার কোন অধিকার নেই। যদি মনে করেন আরেকটা অভ্যুত্থান করে ক্ষমতায় আসবেন তাহলে আপনাদের হাজার হাজার লোকের রক্ত ঝরাতে হবে। যদি আপনারা তাই করতে চান তাহলে করেন। এই তরুণ প্রজন্ম কোনকিছুকে ভয় করে না। জীবন দিতে ভয় করে না। তারা আপনাদের মুখোমুখি হতে প্রস্তুত।'

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর