রাজধানীসহ দেশজুড়ে গণমিছিলে ইসলামী ছাত্রশিবির। দাবি, পতিত স্বৈরাচার সরকারের গুম, খুন, জুলাই গণহত্যা ও দুর্নীতির বিচার।
রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে গণমিছিল শুরু করে সংগঠনটি। পরে গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে হয় শাহবাগে। সমাবেশে, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক নেতাদের সুবুদ্ধি না হলে আরেকটি অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হবে। আওয়ামী লীগের বিচারের দাবিতে সরব না হয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ কেন্দ্রীয় নেতাদের।
শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, 'অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোনো নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। বিগত ছয় মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদীর বিচারের দাবিতে সরব না থেকে অন্তর্কোন্দলের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে।'
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল শুরু করে সংগঠনটি। মিছিল শেষে অংশগ্রহণকারীরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।
অংশগ্রহণকারীদের একজন বলেন, 'এই সরকারকে বলতে চাই, গত ছয় মাস ধরে সরকারে বসেছেন। এ দেশের জনগণ যে উদ্দেশ্যে বসিয়েছে তা এখনও বাস্তবায়ন করতে পারেননি।'
এদিকে, সিলেটে গণমিছিল করেছে সিলেট মহানগর ছাত্রশিবির। বেলা ২টায় শুরু হওয়া মিছিলটি সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়।
ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখাও করেছে গণমিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
সারাদেশের মত বরিশালেও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।