আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) রাজধানীর শান্তিনগরে সংগঠনটির পল্টন থানা আয়োজিত একটি সভায় এমন মন্তব্য করেন তিনি।
আখতার বলেন, 'যারা রাজনীতি করতে চায় তাদের এদেশের মানুষের কথা বলতে হবে। কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।'
এসময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আওয়ামী লীগের বিষয়ে সরকারকে নীতিগত সিদ্ধান্তে আসতে হবে।'
দলটির রাজনীতিতে ফিরে আসা এই দেশের জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা কোনোদিন মেনে নেবে বলেও মন্তব্য করেন তিনি।