দেশে এখন
0

বাজারগুলোতে কমেছে সবজির দাম

সরবরাহ বৃদ্ধি ও অতিরিক্ত অর্থ ব্যয় কমায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কমেছে। এদিকে, আজও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে শিক্ষার্থীদের কয়েকটি দল বাজারে দাম তদারকি ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সাধারণ শিক্ষার্থীদের তদারকিকে স্বাগত জানান ব্যবসায়ীরাও।

সবজির ক্ষেত থেকে পাইকারি হাট, কিংবা দাম নির্ধারণ প্রক্রিয়া সবকিছুই জানার চেষ্টায় সাধারণ শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে ব্যবসায়ীরাও সহযোগিতা করছেন তাদের।

সম্প্রতি বাজার তদারকিতে মাঠপর্যায়ে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই ধারাবাহিকতায় কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে শিক্ষার্থীদের তদারকি করতে দেখা যায়।

শিক্ষার্থীদের বাজার তদারকিকে স্বাগত জানিয়ে ক্রেতাবিক্রেতারা বলছেন, পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন কার্যকরী পদক্ষেপ।

এদিকে, গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজিরই দাম কমেছে। সাতদিন আগেও বিক্রি ৭০-৮০ টাকায় বিক্রি হওয়া সবজি বাজারে মিলছে ৫০-৬০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, পরিবহণ খরচ কমার পাশাপাশি সরবরাহ বেড়েছে বাজারে। আর দাম নাগালের মধ্যে থাকবে আশা ক্রেতাদের।

ব্যবসায়িক নেতারা বলছেন, সকল সংস্কারের সঙ্গে বাজারব্যবস্থার দিকেও নজর দেয়া প্রয়োজন। শিক্ষার্থীদের নেয়া উদ্যোগে পাশে থাকবেন তারা।

কারওয়ান বাজার ২নং গ্রুপ কাঁচামাল আড়ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরি জানান, 'নিত্য প্রয়োজনীয় দ্রব্যে দাম এখন নিয়ন্ত্রনের মধ্যে আছে। পাশাপাশি ছাত্র ভাইয়েরা আমাদের সহযোগিতা করছে। আমরা ব্যবসায়ি সমাজ তাদের পাশে আছি'।

শিক্ষার্থীদের তৎপরতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারি সংস্থাগুলো বাজার নিয়ন্ত্রণে আরও বেগবান হবে বলে প্রত্যাশা সকলের।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর