বাজার-তদারকি
ঝালকাঠিতে ডিমের দাম কমলেও মুরগির বাজার ঊর্ধ্বমুখী
জেলা প্রশাসন গঠিত বিশেষ টাস্কফোর্সের নিয়মিত বাজার তদারকির কারণে ঝালকাঠিতে ডিমের দাম কমেছে। তবে ডিমের দাম কমলেও ঊর্ধ্বমুখী মুরগির দাম। আজ (সোমবার, ২১ অক্টোবর) সকালে শহরের বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এই চিত্র দেখা গেছে। বাজারগুলোতে ডিমের দাম সরকার নির্ধারিত পর্যায়ে নেমে এসেছে। সপ্তাহের ব্যবধানে হালি প্রতি ডিমের দাম কমেছে ৪ থেকে ৫ টাকা।
শতকের ঘরে সবজির দাম, বাজারে নাভিশ্বাস
মাসের ব্যবধানে দেড় থেকে দ্বিগুণ বেড়েছে বেশিরভাগ সবজির দর। অনেকগুলোর দাম কেজিতে শতক ছাড়িয়েছে। বাজার গিয়ে যেন ত্রাহি ত্রাহি অবস্থা মধ্যবিত্ত ও নিম্নবিত্তের। কয়েকশ' টাকার বাজার করেও ভরছে না ব্যাগ। এই যখন অবস্থা তখন বাজার তাদরকিতে জোরদার কোনো পদক্ষেপ নেই। নিয়ন্ত্রণে অনেকটা দায়সারা অভিযানই চালাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাজারগুলোতে কমেছে সবজির দাম
সরবরাহ বৃদ্ধি ও অতিরিক্ত অর্থ ব্যয় কমায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কমেছে। এদিকে, আজও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে শিক্ষার্থীদের কয়েকটি দল বাজারে দাম তদারকি ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সাধারণ শিক্ষার্থীদের তদারকিকে স্বাগত জানান ব্যবসায়ীরাও।
রাজধানীর বাজারে মাছের কেজিতে বেড়েছে ৫০-১০০ টাকা
সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। সবচেয়ে চড়া ইলিশের বাজার। ফলে আমিষের চাহিদা মেটাতে ক্রেতাদের দর কষাকষি করতে হচ্ছে।