আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর শ্যামবাজারে মনিটরিংয়ে গিয়ে এ কথা বলেন তিনি। জানান, ট্রাকে বস্তা প্রতি ভাড়া ১১ টাকার পরিবর্তে ১০ টাকা করার অনুরোধ করা হয়েছে। এতে ব্যবসায়ীরা সম্মতি জানিয়েছেন বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের বাজার মনিটরিংকে স্বাগত জানান এ. এইচ. এম. সফিকুজ্জামান। তবে তাদের বাজার মনিটরিং এর সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
সফিকুজ্জামান আরও বলেন, 'বাজারে পণ্য নেই, দাম বাড়তি, এসব গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। গুজবে কান দিবেন না। বাজার স্বাভাবিক রয়েছে।'