রাজধানীর প্রবেশমুখে পণ্যবোঝাই পরিবহনে প্রকাশ্য চাঁদাবাজি, প্রভাব পড়ছে বাজারে

পরিবহন থেকে প্রকাশ্য চাঁদাবাজির চিত্র
পরিবহন থেকে প্রকাশ্য চাঁদাবাজির চিত্র | ছবি: এখন টিভি
0

রাজধানীর প্রবেশমুখের সড়কে পণ্যবোঝাই পরিবহনে প্রকাশ্যেই চলছে চাঁদাবাজি। ট্রাকের আকার ও পণ্যের ওজনের ওপর ঠিক করা হচ্ছে চাঁদার পরিমাণ, যার প্রভাব পড়ছে বাজারে। ট্রাক চালকরা বলছেন, মহাসড়কে রাতে খড়্গ নেমে আসে সবজিবাহী পরিবহনের ওপর। আড়তদার আর ব্যবসায়ীরা জানান, মাঝে কিছুদিন বন্ধ থাকলেও প্রশাসনের নজরদারির অভাবে আবারও সক্রিয় হয়েছে চাঁদাবাজ চক্র।

রাত নামলেই ঢাকার পাইকারি বাজারের উদ্দেশে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে অসংখ্য পণ্যবাহী ট্রাক, যার মধ্যে বেশ কিছু ট্রাকই সবজি পরিবহন করে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাজারে কিছুটা কমেছিল সবজির দাম, তবে এখন চিত্র বদলেছে। অনুসন্ধান বলছে, রাজনৈতিক ব্যক্তির পরিচয়ে চাঁদাবাজি বেড়েছে পথে পথে, যেখানে ব্যবহার হচ্ছে পরিবহন শ্রমিক সংগঠনের নাম। কোথাও আবার ট্রাক টার্মিনাল ইজারার নামে আদায় হচ্ছে অতিরিক্ত অর্থ। 

চালকরা জানান, টার্মিনালে না দাঁড়িয়ে সড়ক দিয়ে গেলেও একটি চক্রকে দিতে হয় চাঁদা। অনুসন্ধানে এখন টিভি গিয়েছিল রাজধানীর একাধিক বাজারে। সবজির দাম কেন বাড়ছে তার কারণ খুঁজতে চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন:

ব্যবসায়ীরা জানান, পথে পণ্য পরিবহনে খরচ বাড়ছে, সড়কে বিশৃঙ্খলা, চেকপোস্ট চৌকি, টোল প্লাজায় অতিরিক্ত দেরি হওয়ায় সবজিতে পচন ধরে, এরপর নগরীর আড়তগুলোতেও দিতে হয় টাকা। সব মিলিয়ে এর প্রভাব পড়ে সবজির দামের ওপর।

বাজারে পাইকারি দরে বেগুন বিক্রি হচ্ছে ১১০ টাকা, সিম ১৩০, ঢেঁড়স ৬০, টমেটো ১২০, গাজর ১১০ ও বরবটি ৮০ টাকায়। মরিচ মানভেদে পাওয়া যাচ্ছে ১৩০ থেকে ১৬০ টাকার মধ্যে।

বাজারে গেলো ২ সপ্তাহ ধরে সবজির দর বেশ টালমাটাল। অনেকেই মনে করেন রাস্তায় পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধ না করলে কমবে না দাম। পাশাপাশি সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তোলা ও মনিটরিং সেল গঠন জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

এসএইচ