কুষ্টিয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

ভোক্তার অভিযানের সময়
ভোক্তার অভিযানের সময় | ছবি: এখন টিভি
0

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে কুষ্টিয়ায় আলিফ-আখলাক স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের এনএস রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে তিনি জানান, একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন:

মাসুম আলী আরও জানান, এটি সতর্কতামূলক জরিমানা। ভবিষ্যতে সরকারি নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেয়।

সেজু