অভিযান পরিচালনাকালে তিনি জানান, একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন:
মাসুম আলী আরও জানান, এটি সতর্কতামূলক জরিমানা। ভবিষ্যতে সরকারি নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেয়।





