দেশে এখন
0

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মিলার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি আশা প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতির ওপর গুরুত্ব দেবে। তার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা আসবে।

এরইমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা জানানো হয়েছে উল্লেখ করেন তিনি। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনার ভিসার ব্যাপারে জানতে চাওয়া হলে মিলার বলেন, 'মার্কিন আইনে ভিসার তথ্য গোপনীয় রাখার বিধান আছে।'

tech