দেশে এখন
0

মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (সোমবার, ১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

গত বছরের মে মাসে কাজে যোগদানের সময়সীমা পার হওয়া ১ হাজার ৮ শ' বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া প্রবেশের সুবিধা দিতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয়ায় মালয়েশিয়ার প্রতি অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা, বাংলাদেশকে আসিয়ানের সদস্য করতে দেশটির সমর্থন কামনা করেন।

বাংলাদেশে আরো বেশি মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ইএ