দেশে এখন
0

এখন টিভিতে প্রতিবেদন প্রচারের পর অজ্ঞাত তরুণকে ফিরে পেল তার মা

দীর্ঘ ১৩ দিন পরিচয়হীনভাবে ঢাকা মেডিকেলের (ডিএমসি) আইসিইউতে পড়ে ছিলেন অজ্ঞাত এক তরুণ। তাকে নিয়ে প্রতিবেদন প্রচার করে এখন টিভি। ৪ আগস্ট প্রচারিত ওই প্রতিবেদন দেখার পর ছেলেকে ‍খুঁজে পেয়েছেন তার মা।

আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) দীর্ঘ ১৫ দিন পর সহিংসতায় চোখ ও স্মৃতিশক্তি হারানো অজ্ঞাত তরুণের খোঁজ নিতে ঢাকা মেডিকেলে আসেন তরুণের মা।

চিকিৎসকের কথায় সাড়া দিলেও মুখ ফুটে কোনো কিছুই বলতে পারছেন না এই তরুণ। কী তার নাম, কার সন্তান, কোথায় বাড়ি, ব্যক্তিগত মোবাইল নম্বর, কোথায় কিভাবে আহত হয়েছেন কিছুই যেন মনে নেই তার। তবে চিকিৎসকের প্রশ্নে মাঝে মাঝে চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি।

সাম্প্রতিক সহিংসতায় তরুণের মাথার সামনের অংশ দিয়ে গুলি ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। গুলিতে বাম চোখের আলো নিভে গেলে ওই তরুণের। গত ১৮ জুলাই সহিংসতার সময় আশপাশের মানুষ প্রাণে বেঁচে যাওয়া তরুণকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রেখে চলে যান। তাৎক্ষণিক চিকিৎসার পরদিন অপারেশন করে ডিএমসির বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

আহত রোগীর স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরবে কীনা সে বিষয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। এ কয়দিন রোগীর পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, খাবারসহ সবকিছুর দেখভাল করেছেন পাশের রোগীর স্বজন ও হাসপাতাল স্টাফরা।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর