দেশে এখন
0

চালু হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক; শিগগিরই বাড়বে ইন্টারনেটের গতি

চালু হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। আজ ( বুধবার, ৩১ জুলাই) দুপুর দুইটার দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হয়।

এর আগে দুপুর ১ টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, বিধিনিষেধ উঠিয়ে দিয়ে বিকেলের মধ্যে খুলে দেয়া হবে ফেসবুক, ইউটিউব ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। জানান, শিগগিরই বাড়বে ইন্টারনেটের গতি। গুজব কন্টেন্ট ছড়িয়ে দেয়ার দায় ফেসবুক-ইউটিউব এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বিটিআরসি ভবনে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে ১৬,১৭,১৮ জুলাইয়ের ফেসবুকের কন্টেন্টের ব্যাপারে অসহযোগিতার বিষয়ে সরকার অসুন্তুষ্টি জানিয়েছে বলেও জানান মন্ত্রী।

আরও জানান, ফেসবুকের কাছে তিনি জানতে চেয়েছেন, বেগম খালেদা জিয়ার নামে ভেরিফাইড পেইজ আছে, কারা অভ্যন্তরে থেকে তিনি পোস্ট করতে পারেন কিনা?

এছাড়া বৈঠকে দেশের সাইবার আইন ভঙ্গ হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে দৃষ্টিভঙ্গি দিয়েছে সরকার। 

গত ১৭ জুলাই মধ্যরাতে মোবাইল ইন্টারনেট ও ১৮ তারিখ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। পরে ২৪ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে সরকার। এর পর মোবাইল ইন্টারনেট চালু করা হয় গত রোববার (২৮ জুলাই)। তবে বন্ধ রয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর